চলমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন মো. হাশিম

  24-07-2024 08:54PM

পিএনএস ডেস্ক: শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভালোভাবে সামাল দিচ্ছেন’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, সে বিষয়ে হাশিম প্রধানমন্ত্রীকে বলেন, ‘বর্তমান পরিস্থিতি সামাল দিতে আপনার সামর্থ্যের ওপর আমার আস্থা আছে। আপনি পরিস্থিতি সম্পূর্ণরূপে ও ভালোভাবে মোকাবিলা করছেন আর এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এসব কথা বলেন হাশিম।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী ও হাইকমিশনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন।

দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে হাইকমিশনারের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘তিনি দেখছেন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে মালয়েশিয়ার বেশ কিছু শিক্ষার্থী পড়াশোনা করছে। এজন্য হাইকমিশনার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মালয়েশিয়ার স্বাস্থ্য সুবিধা তুলে ধরে হাইকমিশনার বলেন, তাদের অনেক হাসপাতাল সিঙ্গাপুরের কাছাকাছি। তবে চিকিৎসাসেবা বিবেচনা করলে খরচ সে তুলনায় কম। তাই বাংলাদেশিরা সেখানে স্বাস্থ্য সুবিধা নিতে পারেন। কারণ, সিঙ্গাপুরের ৭০ জনেরও বেশি চিকিৎসক মালয়েশিয়ার।

অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন