পিএনএস ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোটা আন্দোলনের পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। আজকে গুলির যে তথ্যগুলো আমরা পেয়েছি এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। পুলিশ এগুলো ব্যাবহার করে না।
তিনি আরও বলেন, মার দিতে এলে পুলিশরা বসে থাকবে না। পুলিশদেরকেও জীবন রক্ষার অধিকার দেওয়া হয়েছে। কেউ মারতে আসলে তাদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে।
কোটা আন্দোলনে কোনো শিশু মারা যায়নি জানিয়ে তিনি বলেন, এখানে হয়তো দু-একজন কিশোর মারা গেছেন। আন্দোলনের সময় তাদেরকে ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছে। তারা সামনে ছিল, পেছনে ছিল যারা আসল। পেছনের শক্তিকে রুখতে এই ঘটনাগুলো ঘটেছে।
শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, তাদের সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সুতরাং তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে। শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন।
পিএনএস/রাশেদুল আলম
পুলিশের গুলিতে কোটা আন্দোলনের কেউ মারা যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
04-08-2024 12:32AM