কাশিমপুর কারাগারের জেল সুপারকে প্রত্যাহার

  08-08-2024 05:02PM




পিএনএস ডেস্ক: বন্দি পালিয়ে যাওয়া ও নিহতের ঘটনায় কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া সিনিয়র জেল সুপারের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। এ সময় ২০৯ জন বন্দি কারারক্ষীদের মারধর করে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জনের মৃত্যু হয়েছে।

পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন