দেশে সহিংসতার ঘটনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্বেগ

  08-08-2024 07:35PM

পিএনএস ডেস্ক: সারা দেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসী ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। দ্রুততম সময়ের মধ্যে জননিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকাসহ সারা দেশে সুনির্দিষ্ট ব্যক্তি ও সংখ্যালঘু পরিবার, ভাস্কর্য, স্থাপনা, শিল্পালয়, মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, চলচ্চিত্র প্রেক্ষাগৃহের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ, লুট, ভাঙচুর, হত্যা, হুমকি চলছে। রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষের চিন্তক, গবেষক, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারও হুমকির মুখে দিনাতিপাত করছে। পুলিশ বাহিনী ও থানাও আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে সেনাপ্রধান জাতির উদ্দেশে বলেছিলেন, তিনি জাতির দায়িত্ব নিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন। কিন্তু তাঁর এই যুক্তিসংগত আহ্বান নৈরাজ্যকারীরা শোনেননি। আশা করছি, অতিসত্তর রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও আসন্ন অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেবেন।

সেনাবাহিনী থেকে ইতিমধ্যে কিছু জরুরি ফোন নম্বর সরবরাহ করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গতকাল প্রয়োজনে অনেকেই সেই নম্বরে প্রবেশ করে সহায়তা চাইতে পারেননি। আশা করি, এই বিষয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে ও নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন