পিএনএস ডেস্ক:
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সাড়ে ৮টার দিকে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন এই সরকার শপথ নেওয়ার কথা রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অংশ নিতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভবত আমাদের হাইকমিশনার (বাংলাদেশে নিযুক্ত) অংশ নেবেন।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে। সেখানে এখনো পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে।
শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী (এস জয়শঙ্কর) এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন। তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই...। তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত হবে না।
এসএস
অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন ভারতীয় হাইকমিশনার
08-08-2024 08:39PM