কোটা আন্দোলনে হামলাকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের

  08-08-2024 10:51PM

পিএনএস ডেস্ক: সাভারে কোটা সংস্কার আন্দোলনে হামলাকারীদের বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে এ মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নিহত, আহত এবং হামলার সঙ্গে যারা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

শিক্ষার্থী মাহফুজ ইকবাল বলেন, আজকেও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হাসপাতাল থেকে খবর আসছে যে মৃত্যুর মিছিল থামছে না। কতটা নির্মম হলে, কতটা পাষণ্ড হলে এ ধরনের হামলা করতে পারে! আমরা সব সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন ট্রাইব্যুনাল গঠনের জন্য সোচ্চার হন।

মানববন্ধনে অংশগ্রহণকারী দেওয়ান ফয়সাল বলেন, আন্দোলন ঘিরে সংঘাত ও হতাহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। সারাদেশের শিক্ষার্থীদের অনুরোধ করছি একই সুরে তারাও যেন সুর মেলায়। তারাও যেন জড়িতদের দ্রুত বিচারের দাবি তুলে ধরে।

মানববন্ধনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। এ ছাড়া শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন কয়েকজন আইনজীবীও।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন