পিএনএস ডেস্ক: প্রবাসীদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার (৭ সেপ্টেম্বর) আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ১৪ জন দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়ে তারা এ দাবি জানান।
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রবাসীদের প্রতি সরকারের মানবিক হতে হবে। তাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে মর্যাদা দিতে হবে। যে সব প্রবাসী এখনো অন্ধকার কারাগারে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই।’
এ সময় দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বন্দিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাই। পাশাপাশি তাদের কর্মসংস্থান এবং বিমানবন্দরে হয়রানি বন্ধ করে প্রবাসীদের সর্বোচ্চ সন্মান দেয়ার দাবি জানাচ্ছি।
এ দিকে আমিরাতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্ষমা পেয়ে দেশে ফেরা ২০ জন শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে বাড়ি ফেরেন।
তাদের একজন ফরিদ আহমেদ শাহীন বলেন, ‘২ মাস জেলে ছিলাম। ১১৪ জনের অনেকের যাবজ্জীবন রায় হয়েছে। নতুন জীবন পেয়েছি ড. ইউনূসের কারণে।’
এ দিকে বিদেশের মাটিতে থেকেও দেশের জন্য আন্দোলনে অংশ নেয়ার অনুভূতি জানিয়ে জহিরুল ইসলাম বলেন, ‘বিদেশের মাটিতে ২৪ এর আন্দোলনে অংশ নেয়া গৌরবের। আমি কোনো দল করি না, দলের স্বার্থে না, দেশের স্বার্থে আন্দোলন করেছি।’
ফেরত আসা আবু নামের আরেকজন বলেন, ‘প্রবাসীদের স্বার্থ রক্ষা ও চাকরির নিরাপত্তার বিষয়ে কাজ করতে হবে। দেশের জন্য আন্দোলন করে অনেকেই কারাগারে আছেন। তাদের দ্রুততম সময়ে মুক্ত করার দাবি জানাই।’
পিএনএস/রাশেদুল আলম
প্রবাসীদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার দাবি
08-09-2024 01:21AM