পিএনএস ডেস্ক: রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানী শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেফতার করেছে সিটিটিসি।প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পিএনএস/রাশেদুল আলম
রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২
12-09-2024 10:09PM