সরকারি চাকরিতে বঞ্চিত অবসরপ্রাপ্তদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কমিটি

  16-09-2024 02:15PM



পিএনএস ডেস্ক : সরকারি চাকরিতে গত ১৬ বছরে পদোন্নতি-বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, যে সব কর্মকর্তা গত ১৬ বছর ধরে বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এ কমিটি কাজ করবে, যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়। তাদের সময় তিন মাস।

তিনি আরও বলেন, জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন চারজনকে বাছাই কমিটিতে নেওয়া হবে।

পিএনএস /আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন