পিএনএস ডেস্ক: ঢাকা কলেজের পুকুরে ডুবে মো. সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম আজিমপুর ফয়জুল উলুম হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
তাকে ঢামেকে নিয়ে আসা ওই মাদারাসার এক শিক্ষক জানান, আজ ছুটি থাকায় সিয়াম বন্ধুদের সঙ্গে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। এরপর ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সিয়াম ময়মনসিংহের গফরগাঁও থানার পাঁচালী গ্রামের নজরুল ইসলামের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
ঢাকা কলেজের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
16-09-2024 05:22PM