আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

  02-10-2024 12:34AM

পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা মো. আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কলাবাগান থানার ৩২ লেক সার্কাস (এনা কিংডম) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, আনোয়ারুলকে গত ৬ সেপ্টেম্বর কলাবাগান থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সারাদেশে মামলা হচ্ছে। এসব মামলায় প্রতিদিনই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন