পিএনএস ডেস্ক : সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা ও লাঞ্ছিত করার ঘটনায় গুলশান থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, পুলিশ কর্মকর্তার সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে মেজর পরিচয় দেওয়া ওই সেনা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন সোহেল। পরিচয় দেওয়ার পরও ওই সেনা কর্মকর্তাকে এসির নির্দেশে গুলশান থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময় মেজরের সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিলেন।
এ ঘটনার পর ওই মেজরের পা ধরে ক্ষমাও চান এসি সোহেল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
পিএনএস/এএ
মেজরের সঙ্গে বাগবিতণ্ডায় গুলশানের এসি সোহেল প্রত্যাহার
30-10-2024 03:42PM