পিএনএস ডেস্ক : অবশ্যই পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখন বলা যাচ্ছে না। তবে, অবশ্যই এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে।
অপরাধীকে কোনো অবস্থাতেই ছাড় নয় জানিয়ে তিনি বলেন, আগে অনেক প্রতাপশালী অপরাধী ছাড় পেয়ে যেত। সেটা আর হতে দেওয়া যাবে না।
এ সময় সীমান্ত দিয়ে অবৈধ পণ্য যেনো ঢুকতে না পারে সেজন্য কড়া নজর রাখতে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে, রোববার (৩ নভেম্বর) পিলখানা হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে পুনঃতদন্ত কমিশন হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।
পিএনএস/আনোয়ার
পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
04-11-2024 10:54AM