পিএনএস ডেস্ক: সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, নিরাপত্তার স্বার্থে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে উদ্ধার করেছে পুলিশ।’
জানা যায়, শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাংবাদিক মুন্নী সাহাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে উত্তেজিত জনতা।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি (তদন্ত) জুয়েল রানা বলেন, ‘সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা এখন পুলিশের হেফাজতে রয়েছেন। কারওয়ান বাজার এলাকায় একদল লোক তার পথরোধ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়, মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও রাত ১১টায় গণমাধ্যমের সংবাদটি ভুল বলে জানান ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘তাকে (মুন্নী সাহা) উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’
পিএনএস/রাশেদুল আলম
মুন্নী সাহাকে গ্রেপ্তার নয়, উদ্ধার করা হয়েছে: পুলিশ
01-12-2024 01:03AM