রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন

  01-12-2024 02:25AM

পিএনএস ডেস্ক: রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সর দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষকের ডিউটি অফিসার শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন