বগুড়া-১ ও যশোর-৬ উপ-নির্বাচনে অংশ নেবে না বিএনপি

  05-07-2020 09:04PM

পিএনএস ডেস্ক : করোনা পরিস্থিতিতে আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. শায়রুল কবির খান এ তথ্য জানান।

এক লিখিত বার্তায় তিনি বলেন, ‘আজ ৫ জুলাই রবিবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে বিএনপি’র স্থায়য়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব।’

আরও বলা হয়, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচনী তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সেজন্যে বিএনপি এ দুটি আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণ করবে না।

শনিবার এক জরুরি বৈঠকে আসন দুটিতে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণের পুনঃতারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

দুই আসনেই করোনার কারণে গত ২১ মার্চ ভোট স্থগিত করেছিল ইসি। সে সময় পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় বৈধ প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণাও চালান। ভোট হওয়ার কথা ছিল ২৯ মার্চ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন