একটা পক্ষ আমার শরীরে করোনা ঢুকাতে চায় : একরামুল করিম

  23-06-2021 07:30PM

পিএনএস ডেস্ক : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী বলেছেন, একটা পক্ষ অপেক্ষায় আছে কখন আমার নিশ্বাস যায়। আরেকটা পক্ষ আমার শরীরে করোনা ঢুকাতে চায়। নোয়াখালীতে করোনাভাইরাস পরিস্থিতি ভালো না। প্রতিদিন সংক্রমণ এবং মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একরামুল করিম চৌধুরী বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ শক্তিশালী। বাহির থেকে অনেকে জেলা আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা চালাচ্ছে। আমি ১২ বছর ধরে এই এলাকার এমপি। অতীতের আওয়ামী লীগ থেকে বর্তমান আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। এটা আমাদের দল, এটাকে আমরাই খুঁটির মতো শক্তিশালী করব।

তিনি আরও বলেন, জয় বাংলা স্লোগান আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। এই স্লোগান আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।

নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভাজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন