খালেদা জিয়াকে আম পাঠিয়েছে পাকিস্তান

  03-08-2021 12:52PM

পিএনএস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আম উপহার দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ আগস্ট) রাতে তার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন। বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, সোমবার রাতে পাকিস্তান হাইকমিশনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আম পৌঁছে দেয়। এর আগে বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল।

এদিকে সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ জুলাই) রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠান। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হলে বঙ্গবন্ধুকন্যার প্রশংসা করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন