চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী তালিকা প্রকাশ

  21-11-2021 07:08PM

পিএনএস ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। দলীয় সূত্র বলছে, কাল সোমবার আবারও মনোনয়ন বোর্ডের বৈঠক বসবে। তখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী বাছাই করা হবে। কালকে সব প্রার্থী বাছাই সম্ভব না হলে পরে আবারও বৈঠক বসতে পারে।

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে সারা দেশে ৮৪০টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইউনিয়নগুলোতে বিভিন্ন ধাপে ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন কমিশন চতুর্থ ধাপ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে। সারাদেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন আছে।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন