শ্রীলঙ্কার জাতীয় বীর এখন ভিলেনে পরিণত : জাফরুল্লাহ

  13-05-2022 04:16PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কার জাতীয় বীর আজ জাতীয় ভিলেনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ বলেন, শ্রীলঙ্কার জনগণের তুষের আগুন যে বিস্ফোরণে পরিণত হবে, তা কোনো বিশেষজ্ঞ ধারণা করতে পারেননি। একটি সুন্দর-শিক্ষিত দেশের জনগণ হঠাৎ করে ফুঁসে উঠবে, এটা কেউ ভাবতে পারেনি। তাই জনগণের তুষের আগুন কখন অগ্নি স্ফুলিঙ্গে পরিণত হবে, তা টের পাবেন না। সুতরাং আপনাদের জনগণের কথা ভাবতে হবে।

দেশে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঈশান কোণে মেঘ জমেছে, আপনারা রক্ষা পাবেন না। এখনও সময় আছে। খোদার কাছে এবং জনগণের কাছে মাফ চান।

নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান ডা. জাফরুল্লাহ।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন