শ্রীলঙ্কার মানুষ রুখে দাঁড়িয়েছে, আমরা কেন পারব না: জাগপা সভাপতি

  21-05-2022 06:37PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ এখন দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, গুম, খুন ও অপরাজনীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে, তাহলে আমরা কেন পারব না?’

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাসমিয়া প্রধান। জাগপার সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় তাসমিয়া প্রধান বলেন, ‘আমার জন্য আজকের দিনটি খুবই আবেগপ্রবণ। বর্তমান পরিস্থিতিতে শফিউল আলম প্রধানের অভাবটা খুব অনুভূত হচ্ছে। যখন দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিবাজ সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, গুম, ধর্ষণ, লুটপাট তখন শফিউল আলম প্রধানের কথা খুব মনে পড়ে।’

সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রতি আহ্বান জানান জাগপা সভাপতি। তিনি বলেন, ‘আমাদের সবার এক দফা, এক দাবি। জালিম সরকারের পতন চাই। এই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এটা কোনো ব্যাপারই না।’

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এ দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল উল্লেখ করে তাসমিয়া প্রধান বলেন, ‘ফিলিস্তিনের মানুষ, কাশ্মীরের মানুষ অনেক অত্যাচার সহ্য করছে। শ্রীলঙ্কার মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে, তাহলে আমরা কেন পারব না?’

জাগপার প্রত্যেক নেতা-কর্মী ঐক্যবদ্ধ আন্দোলনে ‘জালিম সরকারের’ বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে বলে জানান এই রাজনীতিক। তাঁর ভাষায়, ‘জালিম সরকারের পতন হবে। একটি সুষ্ঠু-অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে পারব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব।’

এ সময় তাসমিয়া প্রধান বলেন, ‘আমার বাবাও রাজনীতি করেছেন। এই যে রেজা কিবরিয়া সাহেবকে রাজাকারের পুত্র বলা, খালেদা জিয়াকে পানিতে চুবানো, দেখে নেব বলা, এই ধরনের অপরাজনীতি ও অপসংস্কৃতি তো আমরা কখনো দেখিনি।’

সভায় গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে যারা কবর দিতে চেয়েছে, জনগণের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে, বিদেশে অর্থ পাচার যারা করেছে, তাদের বিচার হবেই হবে।’সূত্র : প্রথম আলো

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন