বেতন ও বোনাস কর্মজীবী মানুষের অধিকার : জিএম কাদের

  04-07-2022 07:20PM

পিএনএস ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাকশিল্প এবং বেসরকারি সব বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে সে জন্য দাত্বিশীলদের আন্তরিক হতে হবে।’

আজ সোমবার (৪ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সবাইকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। এ কারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত।’

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘তাই পবিত্র ঈদুল আযহার আগে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাসসহ সব পাওনা পরিশোধ জরুরি। বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন