বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে: সিপিবি

  06-07-2022 10:40PM

পিএনএস ডেস্ক : দেশজুড়ে বিদ্যুত বিভ্রাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি মনে করছে সরকারের ভুল নীতির কারণে বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে।

আজ বুধবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ জানানো হয়।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের গল্প আজ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভর্তুকির নামে প্রতিদিন জনগণের করের কোটি কোটি টাকা অপচয় করেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি খাতকে আমদানি নির্ভর করাসহ ভুল নীতি ও দুর্নীতি ত্যাগ করে দেশের দেশপ্রেমিক, বিশেষজ্ঞ ও বামপন্থীদের কথা শুনে জ্বালানি খাতকে এগিয়ে নিলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন