জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

  06-08-2022 10:13PM



পিএনএস ডেস্ক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে হঠাৎ মিছিলটি বের করে একই সড়কের স্কাউট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

স্কাউট মার্কেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজ চারিদিকে শুধু অন্ধকার। এই অন্ধকারের প্রতিবাদ করায় এই সরকারের পোশাকধারী সন্ত্রাসী পুলিশ আমার ভাই নূরে আলম ও আব্দুর রহিমের জীবন কেড়ে নিয়েছে।

রিজভী আরও বলেন, এই সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে।

অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান রিজভী।

এসময় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পিএনএসে/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন