সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি : স্বরাষ্ট্রমন্ত্রী

  26-11-2022 02:39PM

পিএনএস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়ে কোথাও গণসমাবেশ করার অনুমতি দেবে না। যেখানে ভালো মনে করবে সরকার সেখানেই সমাবেশের অনুমতি দেবে।

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়’ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানকে উপযুক্ত মনে করেছেন, তাই তাদেরকে সেখানেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম আছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি যেখানে চেয়েছে সমাবেশ করতে পারবে। বিএনপি কী বলছে, তা আমরা জানি না।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (বহিষ্কৃত) জিয়া কৌশলে লুকিয়ে আছেন, তাই তাকে ধরা যাচ্ছে না। দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে।


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন