বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না : রওশন

  27-11-2022 06:04PM

পিএনএস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ রোববার (২৭ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির ঐক্য চাই। জাতীয় পার্টিকে বিলুপ্ত করার প্রশ্নই আসে না। বরং যারা আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, কাজী জাফর আহমদের সঙ্গে চলে গেছেন তাদের আমাদের পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত নেতা-কর্মী জেল খেটেছে। আমাদের জনসভা করতে দেওয়া হয়নি। আমাদের সমাবেশে হামলা করা হয়েছে। জনগণ উন্নতি ও শান্তির জন্য পরিবর্তন চায় এবং জাতীয় পার্টি তা দিতে পারে। বিএনপি সঙ্গে জোটের প্রশ্নই আসে না। রংপুরে মেয়র নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী দেবো।

জি এম কাদেরের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই জানিয়ে তিনি বলেন, আমরা একসঙ্গে চলবো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে কি না জানতে চাইলে রওশন বলেন, সেটা সময় বলে দেবে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন