১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে হামলা চালিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

  07-12-2022 09:18PM

পিএনএস ডেস্ক : বিএনপি ১০ ডিসেম্বর না আসতেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি কেন করছে আমরা জানি। তারা নয়াপল্টনে অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে এবং আগুন-লাঠি নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম, ১০ তারিখ আসতে না আসতেই তারা অফিসের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। ফখরুল সাহেব (বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর), বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না।

তিনি বলেন, ফখরুল এখন তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লায়। এতে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ‌মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী? (তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে, এটাকে আর জীবিত করার দরকার কী)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আমরা এখনও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। আজকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-নিষেধাজ্ঞার কারণে আমরা একটু বিপদে আছি। কিন্তু শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলে আমরা পরিস্থিতি সামলে এগিয়ে যেতে পারছি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন