পিএনএস ডেস্ক : আগামীকাল বোরবার সকাল ১১টায় ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমটির সাথে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
১২ দলীয় জোটের নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা হচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু।
পিএনএস/এমবিবি
১২ দল ও বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক কাল
28-01-2023 10:03PM
