পিএনএস ডেস্ক : হাফেজ মাওলানা সানাউল্লাহকে সভাপতি এবং মুহাম্মদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা ইসলামী যুব আন্দোলনের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) নগরীর এমসি অডিটরিয়ামে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা এবং তাদের শপথ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৪ জানুয়ারী জেলা যুব আন্দোলনের সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
নতুন জেলা সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিনের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মাওলানা মুহাম্মদ আল আমীন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম ও অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান।
পিএনএস/এমবিবি
বরিশালে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণ
06-02-2023 05:09PM
