পিএনএস ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে যৌথ সভা ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে যৌথ সভা ডেকেছে বিএনপি। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
পিএনএস/আনোয়ার
যৌথ সভা ডেকেছে বিএনপি
16-03-2023 11:35AM
