বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

  21-03-2023 07:39PM

পিএনএস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ক্ষমতা বদল করতে হলে তাদের (বিএনপি) জনগণের রায়ে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারীতে পুলিশ সুপারের কার্যালয়ে নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌ পরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে আমরা সেদিন ইমিগ্রেশন চালু করে দিব।

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন