পিএনএস ডেস্ক: ‘বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ তাদের (আওয়ামী লীগের) সাথে নেই। কোনো গণতান্ত্রিক সংস্থা তাদের সাথে নেই। পুরো বিশ্ব বিবেক তাদের বিরুদ্ধে আজকে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাস স্টেশন এলাকায় তারুণ্যের রোডমার্চ শুরুর আগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আপনাদের ভোট চোরদের তালিকা করতে হবে। প্রত্যেকটি এলাকায় কারা কারা ভোট চুরির সঙ্গে জড়িত তাদের তালিকা করতে হবে’।
সমাবেশে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়াম্যান ডা. এজেডএম জাহিদ হাসান, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চ সিলেট আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এই রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে। তাই প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে।
পিএনএস/এসএস
বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ আওয়ামী লীগের সাথে নেই: খসরু
21-09-2023 06:41PM
