পিএনএস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) তার সমর্থকরা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের কাছ থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।
এ বিষয়ে ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় স্বতন্ত্র প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেয়ে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।
চুনারুঘাট ও মাধবপুর নিয়ে হবিগঞ্জ-৪ আসন গঠিত। আসনটিতে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
পিএনএস/শাওন
স্বতন্ত্র প্রার্থী হলেন ব্যারিস্টার সুমন
28-11-2023 10:52PM
