পিএনএস ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬১১ জনসহ ৬৬১ জন আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। রোববার সকাল থেকে আপিল আবেদন নিষ্পত্তি শুরু করে নির্বাচন কমিশন। দুপুর পর্যন্ত ৩৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, দিনভর আপিল আবেদনের শুনানি চলবে।নির্বাচন কমিশনে আপিল করে যারা প্রার্থিতা ফেরত পেয়েছেন তারা উল্লাস প্রকাশ করেছেন। আর যারা প্রার্থিতা ফেরত পাননি তারা আদালতে যাওয়ার কথা বলেছেন।
আজ ইসির শুনানিতে মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহী বি চৌধুরী, কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান, নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান ও খুলনা-৪ আসনে তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এছাড়া টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার, যশোর-২ আসনের এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের জিয়াউল হক, চট্টগ্রাম-৮ আসনের আবদুস সালাম, বরগুনা-১ আসনের খলিলুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বাতিল হয়েছে টাঙ্গাইল-৫ স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব, জামালপুর-২ আসনে জাকের পার্টির প্রার্থী আবদুল হালিম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ ইমরানের প্রার্থিতা।
প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
পিএনএস/সোহান
দুপুর পর্যন্ত আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন
10-12-2023 04:55PM
