পিএনএস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পাহাড়কে অশান্ত করে সরকার নতুন নাটক শুরু করছে। বান্দরবানের ঘটনা সরকারের ব্যর্থতা। সরকার দেশে আইএস (ইসলামিক স্টেট) নাটকের মতো নতুন নাটক শুরু করেছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উত্তরায় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালকে দেখতে গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, বিএনপির কুকি চিনকে উসকে দেওয়ার সুযোগ নেই। সরকার বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির গণতন্ত্র নষ্ট করার কোনো সুযোগ নেই।
৯৫ শতাংশ মানুষ সবশেষ জাতীয় নির্বাচন বয়কট করেছে দাবি করে মঈন খান বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। স্বাধীন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার হরণ করেছে।
বিএনপি দেশের গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।
পিএনএস/শাওন
সরকার পাহাড় নিয়ে অশান্ত খেলায় মেতেছে : মঈন খান
09-04-2024 03:41PM