পিএনএস ডেস্ক: রাজশাহীর বাঘায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমা বিস্ফোরণও করা হয়। এতে পৌর মেয়রসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, আড়ানি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি। এদের মধ্যে আশরাফুল ইসলাম বাবলুসহ দু’জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দু’টি কর্মসূচিতে পাল্টাপাল্টি বক্তব্য ও শ্লোগান দেয়ার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএইউ
আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, আহত ৩০
22-06-2024 11:43PM
