শহীদদের স্মরণে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

  06-08-2024 10:53AM




পিএনএস ডেস্ক: চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি স্বৈরাচার থেকে এ দেশকে মুক্তি দান করেছেন। দেশের তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। এ আন্দোলনে আমরা শত শত মানুষকে হারিয়েছি, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি দেশের জন্য আত্মউৎসর্গকারী সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

সারা দেশে শহীদদের স্মরণে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তিদের নিচের কর্মসূচিগুলো পালনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

১. সারা দেশে সকল জনশক্তি ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে চলমান আন্দোলনে শহীদদের স্মরণে বাদ যোহর গায়েবানা জানাযা ও দোয়া কর্মসূচি পালন করা।

২. যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করা। আহতদের সাথে সাক্ষাৎ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা।

মহান রব আমাদের সকলকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবেলার তাওফিক দান করুন। আমিন।প্রেস বিজ্ঞপ্তি


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন