নয়াপল্টনে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  06-08-2024 01:15PM




পিএনএস ডেস্ক: ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে আসছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন তারা। ইতিমধ্যে শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিএনপির কার্যালয়।

সরজমিন দেখা গেছে, সকাল থেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

১৬ দিন তালাবদ্ধ থাকার পর গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেন দলটির নেতাকর্মীরা। এদিন বিকাল ৩টা ৫৩ মিনিটের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা হাতুড়ি দিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

এরআগে গত ১৬ জুলাই রাতে কার্যালয়ের ভেতরে ডিবি পুলিশ অভিযান চালানোর পর কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়া হয়। কার্যালয়টির প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতাও ওই সময় টাঙিয়ে হয়। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ২০ জুলাই মূল ফটকে তালা লাগানোর পর আর কেউ কার্যালয়ে যায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন