রাতে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  04-09-2024 07:18PM

পিএনএন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের।

বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন।

আব্দুস সাত্তার বলেন, রাতে ম্যাডামের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে, সেখানে মিডিয়া কাভারেজ হবে না।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। তাদের হার্টি ব্লক ধরা পড়ায় রিং বসানো হয়েছে। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন। কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবার থাকে। আজ ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে সাক্ষাতে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টিও আসতে পারে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন