তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্ববান আ.লীগের

  16-09-2024 01:42AM

পিএনএস ডেস্ক: তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্ববান জানিয়েছে আওয়ামী লীগ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, সারা দেশ থেকে জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি, যা এখনও চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, জেলা, উপজেলা, ৪ হাজারের বেশি ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের সব কিছুই লুট করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।

পোস্টে আরো বলা হয়, আমরা (আওয়ামী লীগ) এখন থেকেই পাবলিক প্লাটফর্মে কোনো ব্যক্তিগত ফোন নম্বর বা কোনো অ্যাকাউন্ট নম্বর শেয়ার করা থেকে বিরত থাকবো। লাখ লাখ কর্মীর নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখেই আমরা কাজ করবো। যারা তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান, তাদের প্রতি আহ্বান থাকবে আপনার ই-মেইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ই-মেইল [email protected], হোয়াটসঅ্যাপ +1 (917) 569-9327.

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন