চলছে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি

  23-10-2024 10:19AM

পিএনএস ডেস্ক: এক যুগ পর শতাধিক নেতা-কর্মী নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ।

গতকাল মঙ্গলবার তিনি নিজের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গেলে তাকে হাজারো হাজার নেতা-কর্মী-সমর্থক বিপুলভাবে গণসংবর্ধনা প্রদান করে। বিকেলে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়ছর এম আহমেদকে বরণ করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। বিকেল চারটায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মুকিতের সভাপতিত্বে ও জেলা বিএনপির নেতা জিয়াউর রহিমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে কয়ছর এম আহমেদ বক্তব্য দেন।

কয়ছর এম আহমেদ তার বক্তব্যে বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলাম। এক যুগ আমরা দেশে আসতে পারিনি। আত্মীয়স্বজনের কাছে আসতে পারিনি। পরিবারের সদস্যদেরও কাছে পাইনি। আজ মাতৃভূমিতে এসেছি। এ এক অন্য রকম ভালো লাগা।’

তিনি আরও বলেন, ‘মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

কয়ছর এম আহমদ বলেছেন, তারেক রহমান দেশে আসার জন্য মুখিয়ে আছেন। ইতিমধ্যে দেশে ফিরে আসার জন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। দেশের মানুষের সাথে তাঁর আগেও যোগাযোগ ছিলো। দেশে আসার জন্য ইদানিং যোগাযোগ আরও বৃদ্ধি করেছেন। খুব কম সময়ের মধ্যে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। কয়ছর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে। আমরা আমাদের সব ধরণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের পাসপোর্ট জব্দ করে রেখেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশে আসতে পারি নি। আমাদের অনেক আত্মীয়-স্বজন মারা গেছেন, রাজনৈতিক অনেক সহকর্মী মৃত্যু বরণ করেছেন। ইচ্ছা থাকা স্বত্তেও আমরা দেশে আসতে পারিনি। শেখ হাসিনা কতটা অমানবিক আচরণ করেছে আমাদের সাথে।

তিনি আরও বলেন, ৮৫ জন নেতা যুক্তরাজ্য থেকে আমার সাথে দেশে এসেছেন। তাঁরা এক রকম নির্বাসিত ছিলেন। আপনারা ছাত্রদের নিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন বলেই আমরা আজ আসতে পেরেছি। ছাত্র-জনতার কাছে আমরা চিরঋণী। মাফিয়া সরকারের কোনো চক্রান্তই আর কাজে আসবে না। খুব কম সময়ের মধ্যে দেশ নায়ক তারেক রহমান দেশের হাল ধরতে বাংলার জমিনে পা রাখবেন। সে দিন খুব বেশি দূরে নয়, অতি সন্নিকটে।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত এম এ মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা সোহেল আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্যে বিএনপির সহ-সভাপতি সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহীন ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ সহ সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা, সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষনার দাবী জানান। যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ রাজনৈতিক মামলাসহ নিরাপত্তাহীনতার কারণে গত ১ যুগ ধরে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে আসতে পারেননি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনি দেশে এসেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন