বিপিএলে ৪ দলের নতুন নাম

  13-11-2019 08:23PM

পিএনএস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ১১ই ডিসেম্বর শুরু হচ্ছে আসর। ৮ই ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্র্যাঞ্চাইজিহীন ২০১৯ বিপিএলে চারটি দলের নাম ঘোষণা করেছে সংশ্লিষ্ট স্পন্সর প্রতিষ্ঠান।

১. ঢাকা নওয়াব (স্পন্সর যমুনা ব্যাংক)
২. চিটাগং চ্যালেঞ্জার্স (স্পন্সর আখতার ফার্নিশার্স)
৩. সিলেট থান্ডার্স (স্পন্সর জিভানি ফুটওয়্যার)
৪. রাজশাহী রানার (স্পন্সর আইপিসি)
খুলনার স্পন্সর ‘মাইন্ড ট্রি’ নামের একটি প্রতিষ্ঠান। তবে তারা এখনো দলের নাম ঘোষণা করেনি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রংপুর ও কুমিল্লার স্পন্সর করছে। বিসিবি মিডিয়া ম্যানেজার জালান ইউনুস আজ (বুধবার) জানিয়েছেন, এ দুটি দলের নাম এখানো চূড়ান্ত করেননি তারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন