ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  14-11-2019 09:40AM

পিএনএস ডেস্ক :দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ‍বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি, বিটিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতের হোম কন্ডিশনে তাদের বিপক্ষে লড়তে মোটেও ভীত নন টাইগারদের নতুন অধিনায়ক মুমিনুল হক। বরং ভারতের বোলিং আক্রমণের সামনে নিজেদের প্রমাণ করতে তার দল মুখিয়ে আছে বলেই জানিয়েছেন সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত টাইগারদের এগারোতম টেস্ট অধিনায়ক। তবে শেষ চার বছরে ঘরের বাইরে খেলা ১১ ম্যাচে মাত্র এক জয় বাংলাদেশকে পিছিয়ে রাখছে।

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজিত আছে ভারত। শেষ চার বছরে ঘরের মাটিতে খেলা ২৬ টেস্টের ২০টিতেই জয় পেয়েছে বিরাট কোহলির দল। হারের মুখ দেখেছে মাত্র একটিতে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি সহজ হবেনা টাইগারদের জন্য।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিথুন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহিম।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, মৈনাক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিংকা রাহানে, রবীন্দ্র জাদেজা, হৃদ্ধিমান সাহা, রবি অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মাদ শামি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন