ঘুষের অভিযোগ অস্বীকার করলো কাতার

  09-04-2020 10:46AM

পিএনএস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের ২০১৮ সালের আসর বসে রাশিয়াতে। ২০২২ বিশ্বকাপ গড়াবে কাতারে। ‘ঘুষ’ দিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে কাতার ও রাশিয়া। সোমবার ফুটবলে দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই নতুন করে তদন্ত করে এ প্রতিবেদন প্রকাশ করে।

অভিযোগপত্রে বলা হয়, ‘ফিফা নির্বাহী কমিটির কয়েকজন সাবেক সদস্য অর্থের বিনিময়ে ভোট দিয়েছে।’

২০১৮ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা রাশিয়া ঐ প্রতিবেদন নিয়ে মোটেও আগ্রহ দেখায়নি। তবে আগামী বিশ্বকাপ আয়োজন করবে বলে ঐ প্রতিবেদনের অভিযোগ উড়িয়ে দিয়েছে কাতার।

এক বিবৃতিতে কাতার বলে, ‘বছরের পর বছর মিথ্যা দাবি তোলা হলেও কাতার অনৈতিকভাবে ২০২২ বিশ্বকাপের আয়োজনের স্বত্ত্ব পেয়েছে বা ফিফার কঠোর বিডিংয়ের নিয়ম ভঙ্গ করেছে, এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। এমনকি কোথাও নেই।’

দেশের বিরুদ্ধে ঘুষের অভিযোগে মুখ খুলেছে কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগাসি (এসসি)। তারা জানায়, ‘এসব অভিযোগ ভিত্তিহীন এবং এসব কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিশ্বকাপের আয়োজক নির্ধারণে সকল নিয়ম কঠোরভাবে মানা হয়েছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন