শোয়েব আখতারের সর্বকালের সেরা একাদশ, অধিনায়কত্বে চমক

  19-07-2021 03:03PM


পিএনএস ডেস্ক: পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার বেছে নিয়েছেন তার পছন্দের সর্বকালের সেরা একাদশ। চারজন ভারতীয় ক্রিকেটারকে নিয়েই দল বেছে নিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। তবে তার দলে জায়গা পাননি বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো কেউ।

ওয়েস্ট ইন্ডিজ মহাতারকা গর্ডন গ্রিনিজকে শোয়েব আখতার দলের প্রথম ওপেনার হিসেবে বেছে নিয়েছেন। অপর ওপেনারের গুরুদায়িত্বে শচীন টেন্ডুলকার। তিনে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। সাঈদ আনোয়ারকে চারে নামাচ্ছেন আখতার।

সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এমএস ধোনিকে আখতার রেখেছেন উইকেটের পিছনেই। কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে দলে নিয়েছেন শোয়েব আখতার।

জোড়া বিশ্বকাপ জয়ী স্টার ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং শোয়েব আখতারের দলের মিডল অর্ডারে ভরসা। ওয়াসিম আকরামকে নিয়েই যে আখতার দলের পেস আক্রমণ সাজাবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

দলের পেস বিভাগে পাকিস্তানি দলের সর্বকালের অন্যতম পেসার ওয়াকার ইউনুসকে রেখেছেন আখতার। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবকেও দলে রেখেছেন তিনি।

অধিনায়কত্বেই চমক রাখলেন শোয়েব আখতার। সর্বকালের অন্যতম সেরা স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকেই দলের নেতা করলেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন