টোকিও অলিম্পিক: গোল্ডেন স্ল্যাম হলো না জোকোভিচের

  31-07-2021 01:57PM


পিএনএস ডেস্ক: টেনিসের নাম্বার ওয়ান নোভাক জোকোভিচের ইতিহাস গড়া হলো না। টোকিও অলিম্পিকে টেনিসের পুরুষ এককের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। ফলে একই বছরে চার গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক সোনা জিতে গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল এই সার্বিয়ান টেনিস কিংবদন্তির।

শুক্রবার টোকিওর আরিয়াকে টেনিস পার্কে পুরুষ এককের সেমিফাইনালে অ্যালেকজান্ডার জেভেরভের কাছে ১-৬, ৬-৩ ও ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন ‘জোকার’। ফলে স্টেফি গ্রাফের পর দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে গোল্ডেন স্ল্যাম জেতার আশা এবারের মতো শেষ হলো তার।

শুরুটা অবশ্য ভালোই করেছিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি জেভেরেভকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পরের সেটগুলোতে তিনি ছন্দ ধরে রাখতে পারেননি। জার্মান প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি। জেভেরেভ রবিবারের ফাইনালে রাশিয়ান খাচানোভের মুখোমুখি হবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন