মাথায় বলের আঘাত, হাসপাতালে আজম খান

  31-07-2021 04:35PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটার আজম খানের অনুশীলনের সময় মাথায় আঘাত লাগায় হাসপাতালে নেওয়া হয়েছে। ২২ বছর বয়সী এই পেসারকে ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুশীলন চলাকালীন অন্য এক পেসারের বাউন্ডার তার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলা হচ্ছে না আজমের। কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খানের। বৃষ্টিতে ভেসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি রয়েছে সিরিজের আর তিন ম্যাচ। আজ গায়ানায় দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউরোসার্জন আজমকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। তৃতীয় ম্যাচও খেলা হচ্ছে না।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন