লঙ্কানদের উড়িয়ে সিরিজ জিতল প্রোটিয়ারা

  13-09-2021 12:32AM

পিএনএস ডেস্ক: হারলেই সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলংকা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ওপেনার কুইন্টন ডি ককের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। দলের জয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ডি কক।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭১ রান করে শ্রীলংকা। এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে ৭ উইকেট হারালে নির্ধারিত ২০ ওভারও খেলা সম্ভব হয়নি।

দক্ষিণ আফ্রিকার তিন তারকা স্পিনার তাবরিজ শামসি, এইডেন মার্কওরাম ও বিজোন ফরচুনের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৮.১ ওভারে ১০৩ রানে অলআউট হয় লংকানরা।

প্রোটিয়া দলের হয়ে ২০ রানে ৩ উইকেট নেন তাবরিজ শামসি, ২১ রানে ৩ উইকেট নেন এইডেন মার্কওরাম আর ১২ রানে ২ উইকেট নেন বিজোন ফরচুন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৬৩/৫ রান করে ২৮ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ১৮.১ ওভারে ১০৩/১০ (কুশল পেরেরা ৩০, ভানুকা রাজাপাকশে ২০;তাবরিজ শামসি ৩/২০,মার্কওরাম ৩/২১)।

দক্ষিণ আফ্রিকা: ১৪.১ ওভারে ১০৫/১ (ডি কক ৬১*, রেজা হেনরিকস ১৮, মার্কওরাম ২১* )।

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন