ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

  14-09-2021 07:08PM

পিএনএস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী নভেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল শেষে ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা বাবর আজমদের। ওই সফরে পাকিস্তান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সফরে সব ফরম্যাটেই খেলা হবে। তবে ওয়ানডে আর টেস্ট ফরম্যাটের ম্যাচ বেশি থাকবে।'

ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিও জিতেছিল টাইগাররা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন