সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা

  14-09-2021 07:38PM

পিএনএস ডেস্ক : টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-২০কেও বিদায় বললেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন সর্বকালের অন্যতম সেরা ডেথ ওভার বোলার।

চলতি বছর আইপিএল নিলামের আগেই মালিঙ্গা জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন না। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রিলিজ করে দিয়েছিলো। মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করে ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

২০১০ সালে টেস্ট ক্রিকেট ও ২০১৯ সালে শেষবার ওয়ানডে খেলেন মালিঙ্গা। গত বছর দেশের জার্সিতে শেষবার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন দ্বীপরাষ্ট্রের মহাতারকা। মালিঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেট ও মুম্বই ইন্ডিয়ান্সকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিদায় বেলায় তিনি বলেন, বিগত ১৭ বছরে আমার যা অভিজ্ঞতা হয়েছে, তাতে করে আমি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সঙ্গেই সব রকমের ক্রিকেট থেকে সরে এলাম। কিন্তু আমি তরুণ প্রজন্মের পাশে থাকব সবসময়। যারা ভালোবেসে খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে।

মালিঙ্গার অবসরের সঙ্গেই শেষ হয়ে গেলো একটা অধ্যায়ের। সর্বকালের অন্যতম সেরা জোরে বোলারদের তালিকাতেই থাকবেন তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন